নিউজ ডেস্ক: রাজধানী ধানমন্ডির নজরুল ইন্সটিটিউটের পাশে এক ভবনের ৫ম তলার একটি বাসা থেকে বাড়ির মালিক ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২১ নম্বর রোডের ২৮ নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শিল্পপতি মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৯)। দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। হত্যার কারণ জানা যায়নি।
ধানমন্ডি থানার এসআই এনামুল হক বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করছি, ওই দুই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় বাচ্চু নামে একজনকে আটক করা হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ