হিলি প্রতিনিধি: দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দলারবাজার এলাকায় মুদিদোকানী রেজাউল ইসলামের ছুরিকাঘাতে ইমরান আলী (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক ইমরানকে স্থানীয় দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় রেজাউল ইসলামকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দলারদর্গা বাজারের দরগাহ বাজারের মুদি দেকানী মৃত্যু আজিজুল হক খন্দকারের ছেলে রেজাউল করিম পাওনা টাকার জন্য পার্শ্ববর্তি কুড়াহার গ্রামের একরামুল হকের ছেলে ইমরান আলীকে মোবাইল ফোনে দলারদর্গা বাজারের মুদি দোকানে ডেকে নেয়।
এক পর্যায়ে পাওনা টাকার জন্য উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউল করিম ইমরানের পেটে ও বাম হাতে ছুরিকাঘাত করে। আহত ইমরানের আত্ম চিৎকারে আশেপাশের লোকজন দোকান ঘেরাও করে রাখে এবং আহত ইমরানকে উদ্ধার করে স্থানীয় দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ রেজাউল করিমকে আটক করে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ