নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
এ সময় উ পস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যট চৌধুরী আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে নানা সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন।
এ সময় সৈয়দা ফারহানা কাউনাইন এসব সমাধানের আশ্বাস দেন এবং বলেন রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকরা। সাংবাদিকদের পিছনে রেখে কোনদিনই দেশের উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকেদের বিভিন্ন সহযোগীতা ও তাদের কর্মপরিধি বাড়ানোর জন্য আমার প্রচেষ্টা অব্যহত আছে এবং থাকবে। পরে প্রেসক্লাবের আয়েজনে ভোজ সভায় সকল অতিথিরা অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/ আবুল বাশার বাছির
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ