নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।
সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মওলানা আলতাফ হোসাইন।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী খেলাফত বাংলাদেশের নেতারা।
মানববন্ধনে নেতারা নাইমুল আবরার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিতর্কিত ‘প্রথম আলো’ ও কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি জানান।
গত শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে ‘কি আনন্দ’ শিরোনামের অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ