মোঃ আবদুল্যাহ রানা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সাথে পাল্টাপাল্টি গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম মো:শাহাদাত হোসেন স্বপন , সে কোম্পানীগঞ্জে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলী গ্রামে বন্দুক যুদ্ধে গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, ১৩ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, দুইটি ছোরা উদ্ধার করে।
কোম্পানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্ততিকালীন সময়ে এ ডাকাত সর্দারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।
সময় জার্নাল
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ