সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পিত পরিবার গঠন,বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ শহরের হাছননগরস্থ ই.পি.আই ভবনের সেমিনার হলে জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব ও সিলেট জোনের পরিচালক মোঃ কুতুব উদ্দিন বলেন, সিলেট বিভাগ সারাদেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। এ বিভাগে শিক্ষার হারও কম। সেজন্য সচেতনতার অভাব রয়েছে। তাই মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে সচেতন করে তুলতে হবে। এক্ষেত্রে পুরুষদের এগিয়ে আসতে হবে।
অর্থ ও নিরাপত্তাজনিত কারনে সিলেট বিভাগের অভিভাবকরা কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন তাই বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, সহকারী সিভিল সার্জন আশরাফুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক আসমা হাসান, পরিবার পরিকল্পনা সুনামগঞ্জের উপ-পরিচালন মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
সময় জার্নাল / সালেহ আহমেদ
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ