মাহমুদুল হাসান : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১লা জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কোন নবীনবরণ করা হবে না।
তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণের জোর প্রস্তুতি চলতে দেখা যায়।
এ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে প্রায় ১১০০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। গত ৮ ও ৯ নভেম্বর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ