স্পোর্টস ডেস্ক: পাক সফরে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমে অনুপস্থিাত ভালো টের পেয়েছেন দলে কাপ্তান মুমিনুল। তবে এবার সব সঙ্কার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে কি যাচ্ছেন মিষ্টার ডিপেন্ডবল? ক্রিকেট মহলে এনিয়ে বেশ গুঞ্জন রয়েছে।
এদিকে দুই দফায় পাকিস্তান সফরে টাইগারদের প্রেসিডেনশিয়াল নিরাপত্তায় বেশ সন্তুষ্ট দেখা গেছে বিসিবিকে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জ্বলজ্বল করছে মুশফিকের ব্যাট। তার নটআউট ডাবল সেঞ্চুরি জানান দিচ্ছে রাওয়ালপিন্ডিতে কতটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারতেন মুশফিক। এমন ফর্মের তুঙ্গে থেকে তৃতীয় দফায় সিদ্ধান্ত বদলে পাক সফরে মুশফিক যাবেন কি? এমন প্রশ্ন উঠেছিল ক্রীড়াঙ্গনে।
তবে সবাইকে হতাশ করে দিয়ে আগের সিদ্ধান্তেই বহাল রইলেন মুশফিক।
এর আগে পাকিস্তান না যাওয়ার ব্যাপারে মৌখিকভাবে অনীহা প্রকাশ করেছিলেন। এবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিয়ে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ইতোমধ্যে বিসিবি বরাবর চিঠিও প্রেরণ করেছেন মুশফিক।
শুক্রবার তার এই চিঠির ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে এবার লিখিতভাবে চিঠি দিয়েছে মুশফিক। ব্যক্তিগত কারণে সে পুরো পাকিস্তান সফরে অনুপস্থিত থাকবে ওই চিঠিতে জানিয়েছে সে।’
প্রসঙ্গত বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফরে যাচ্ছে। জানুয়ারি থেকে এপ্রিলের এই সফরে টাইগাররা তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে। ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
একটি টেস্টেও ধরাশায়ী হয়ে দেশে ফিরতে হয়েছে। আগামী এপ্রিলে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ এবং একটি ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ