এবার সম্ভবত মশা মারার “যুগান্তকারী” সমাধান নিয়ে এসেছেন জো রোয়ামিরামা নামে এক ব্যক্তি। উগান্ডার রাজধানী কাম্পালা নিবাসী ৪৮ বছর বয়সী এই ব্যক্তির দাবি, তার নির্গত বদবায়ু ২০ ফিট (৬ মিটার) পর্যন্ত দূরত্বের মশা মেরে ফেলতে সক্ষম। আর এজন্য নাকি তাকে ভাড়া করেছে মশারোধী সামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান।
এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম মিরর।
মিরর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোয়ারিয়ামার নির্গত বায়ুর কী এমন আশ্চর্য শক্তি আছে, তা জানা যায়নি। যদিও তিনি বলে আসছেন তার বায়ুও ‘অন্য সবার মতোই।’
গণমাধ্যমকে তিনি বলেন, ‘অন্য সবার মতোই আমি সাধারণ খাবার-দাবারই খাই কিন্তু কোনো পোকামাকড় আমাকে আক্রমণ করতে পারে না, এমনকি মাছিও আমার গায়ে বসে না। আমার বায়ুর গন্ধও অন্য সবার মতো, পার্থক্য শুধু তারা পোকা-মাকড় বিশেষ করে মশার জন্য বিপজ্জনক।’
শুধু মিরর নয়, দ্য সানসহ ব্রিটেশ আরও কয়েকটি সংবাদমাধ্যম গত ১০ ডিসেম্বর খবরটি প্রকাশ করেছিল। এছাড়া ভারতের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ