কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার পিরোজপুর খাজাবাড়িয়া মহা-শ্বশানের কাজের উদ্ভোধন করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজলসহ প্রমুখ।
উদ্ভোধনকালে সাংসদ বলেন, সুধু পিরোজপুর খাজাবাড়িয়া মহা শ্বশানের কাজ নয় মহাৎপুর মহা শ্বশানের কাজও দুরুত্ব শুরু করা হবে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ