কোন কোন দেশ পেঁয়াজ রপ্তানি করে সব থেকে বেশি আয় করে সেই তালিকা করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম৷ ২০১৮ সালে পেঁয়াজ রপ্তানি করে শীর্ষ আয় করা দেশের তালিকা দেখুন:
নেদারল্যান্ডস:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছর ৬৭ কোটি ৬১ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৯ দশমিক এক শতাংশ রপ্তানি করে নেদারল্যান্ডস৷
চীন:
পেঁয়াজ রপ্তানি করে ২০১৮ সালে ৫০ কোটি ৯৫ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৪ দশমিক চার শতাংশ রপ্তানি করে চীন৷
মেক্সিকো:
বিশ্বে রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক এক শতাংশ রপ্তানি করে মেক্সিকো৷ এই দেশটি গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ৮৩ লাখ ইউএস ডলার আয় করেছে৷
ভারত:
বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ১২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক নয় শতাংশ রপ্তানি করে দেশটি৷
যুক্তরাষ্ট্র:
পেঁয়াজ রপ্তানি করে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ২৩ কোটি ১৭ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার যত পেঁয়াজ রপ্তানি হয়েছে তারমধ্যে ৬ দশমিক ৫ শতাংশ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে৷
স্পেন:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছর ১৭ কোটি ৪২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ পেঁয়াজ রপ্তানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান ষষ্ঠ স্থানে৷
ইরান:
গত বছর পেঁয়াজ রপ্তানি করে ১২ কোটি ৪৮ লাখ ইউএস ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছে ইরান৷
মিশর:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার ১১ কোটি আট লাখ ইউএস ডলার আয় করেছে৷ বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে৷
পোল্যান্ড:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার আট কোটি ২৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷ ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রপ্তানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম৷
ফ্রান্স:
ইউরোপের এই দেশটি পেঁয়াজ রপ্তানি করে গতবার আট কোটি ছয় লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৩ শতাংশ রপ্তানি করে দেশটি৷
পেরু:
দক্ষিণ অ্যামেরিকার দেশটি পেঁয়াজ রপ্তানি করে গতবার সাত কোটি ১৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷
নিউজিল্যান্ড:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার ছয় কোটি ২১ লাখ ইউএস ডলার আয় করেছে৷
পাকিস্তান:
মোট রপ্তানি আয়ে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকলেও শুধু পেঁয়াজ রপ্তানি করে পাকিস্তান গতবার চার কোটি কোটি ৮৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷
কানাডা: পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার চার কোটি ৫৫ লাখ ইউএস ডলার আয় করেছে৷
জার্মানি:
পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার চার কোটি ৪৯ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১ দশমিক ৩ শতাংশ রপ্তানি করে দেশটি৷
সূত্র: ডয়চে ভেলে
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ