হাবিপ্রবি প্রতিনিধিঃ কনজুমার ইয়ুথ বাংলাদেশ হাবিপ্রবি শাখার উদ্যোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে মানববন্ধন ও ৭ দিন পেঁয়াজ খাওয়া বর্জনের শপথ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার( ১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্ততারা বলেন, কৃষি মৌসুমে কৃষকদের যেন বিনাসুদে কর্জ দেওয়া হয় এবং তারা যেন বেশি করে পেঁয়াজ উৎপাদন করতে পারে। কৃষকদের পেঁয়াজদের সংরক্ষণের জন্য বিভিন্ন উপাদান প্রদান করা হয়। সাতদিন পেঁয়াজ খাওয়া বন্ধের মাধ্যমে আমরা ব্যবসায়ী সিন্ডিকেেদর শিক্ষা দিতে চাই। যাতে তারা কাঁচামাল নিয়ে আর এধরনের কাজ করার সাহস না পায়। বর্তমানে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ হাবিপ্রবি শাখার সভাপতি মোঃ রাসেল রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনায়ার হোসেন ও মো: সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও অফিস সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মানববন্ধনে কনজুমার ইয়ুথ বাংলাদেশ হাবিপ্রবি শাখার সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সময় জর্নাল/ আব্দুর রব
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ