ক্রীড়া প্রতিবেদক : প্রেসিডেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাহফে সবুজ দল। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে তারা ৩-২ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা জেতে।
জয়ী দলের আশরাফুল আলম দুটি ও রাজীব দাস একটি গোল করেন। সেনাবাহিনীর আহসান হাবিব ও মিলন হোসেন দুটি গোল শোধ দেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
এ সময় বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডোর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ, ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এএ আদেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন দল ৬০ হাজার এবং রানার্সআপ দল ৪০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে।