নিউজ ডেস্ক: ফরিদপুরে সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ওলামাদলের সভাপতি ডা. শরীফুল ইসলাম (৪০), তার মেয়ে তাবাচ্ছুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা তাকিয়া আক্তার (১৩),
শরীফুলের বন্ধু এসআই ফারুক হোসেন ও মাইক্রোবাসচালক নাহিদ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিমি আক্তার। তাকেচিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ