নিউজ ডেস্ক: ফেনীতে একটি পিকনিকের বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ছয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার মিরপুর থেকে কক্সাবাজারে পিকনিকের উদ্দেশে যাত্রা করে ওই বাসটি। পথে লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ