রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী মুনশি। রোজায় নিত্য প্রয়োজনীয় জিনিসসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের র্যালি শেষে আলোচনা সভায় উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন প্রমূখ।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ