প্রকাশনীঃ গৌরব প্রকাশনী
মূল্যঃ ৭৫০, ৮০০ টাকা
স্টল নংঃ ৪০১, ৪০২
সময় জার্নাল ডেস্ক: এবারের একুশে বইমেলায় আসছে রাষ্ট্রপতি আবদুল হামিদের লেখা প্রথম বই। ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ নামে বইটি তার ভাষণসমূহের সংকলন নিয়ে করা হয়েছে। রোববার থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় রাষ্ট্রপতির বইটি শিগগিরই প্রকাশ করা হবে।
বইটি ২০১৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০১৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির দেয়া বক্তব্যের সংকলন। বইটির প্রথম অংশে ২০১৩ থেকে ২০১৫ এবং দ্বিতীয় অংশে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার দেয়া বক্তব্য পাওয়া যাবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে বইটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে। বঙ্গভবন প্রেস উইংয়ের তত্ত্বাবধানে বইটি প্রকাশ করেছে গৌরব প্রকাশনী।
জয়নাল আবেদীন বইটির প্রকাশনায় প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ এটি সংকলন ও সম্পাদনা করেছেন। সহকারী প্রেস সচিব (এপিএস) ইমরানুল হাসানও বইটির প্রকাশনায় সহায়তা করেন। এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ বইটির কভার ছবি সরবরাহ এবং এটির প্রুফ রিডিংয়ে সহযোগিতা করেছে।
বইমেলায় গৌরব প্রকাশ স্টলে (৪০১ এবং ৪০২) বইটি পাওয়া যাবে। এটি অনলাইনে www.rokomary.com এর মাধ্যমে কেনা যাবে। বইয়ের প্রথম ও দ্বিতীয় অংশের দাম যথাক্রমে ৭৫০ এবং ৮০০ টাকা। ক্রেতারা এর ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ