ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের অসমাপ্ত কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি এমন দাবি করেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, আমরা সমালোচনা করবো কিন্ত আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কে নিয়ে কোন সমালোচনা করা যাবেনা। কারণ তাঁর নেতৃত্বে আমরা স্বাধীন একটি ভূখন্ড একটি মানচিত্র পেয়েছি। তিনি সব কিছুর উর্ধ্বে।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ও বিরোধী দলীয় উপনেতা এমন মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, দেশে যখন কৃষক ধান উৎপাদন করে তখন ধানের দাম বৃদ্ধি পায় না। আর যখন কৃষক বাজারে কিনতে যায় তখন দাম বৃদ্ধি হয়ে যায়। এখন কৃষককে জমি বিক্রি করে জীবন চালাতে হচ্ছে। সবার বেতন ভাতা বাড়ছে কিন্ত আমার কৃষকের জন্য কিছুই হচ্ছেনা। সরকার কৃষকের জন্য ভর্তুকি দিচ্ছেন।
গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ৬৮ হাজার গ্রাম বাচঁলে বাংলাদেশ বাঁচবে। গ্রাম বাংলা মানেই কৃষকের বাংলাদেশ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ