প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববারকে সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয় বন্ধু দিবস হিসেবে। সারা বছর যাদের সঙ্গে চলাফেরা, তাদের জন্যই উৎসর্গ করা হয় এই একটি দিন।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও বন্ধুদের মধ্যে এ দিন উদযাপনের চিত্র পরিলক্ষিত হয়। যার ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বন্ধুদের সঙ্গে বন্ধু দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
আজ (রোববার) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জীবনের বিভিন্ন সময়ের বন্ধুদের সঙ্গে নিয়ে তোলা কয়েকটি ছবি এক করে আপলোড করেন মুশফিক। যেখানে দুইটি ছবি ক্রিকেট দলের।
এ ছবির ক্যাপশনে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আমাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ায় ধন্যবাদ। আশা করি জীবনের বাকি সময়েও আমার সঙ্গে থাকবে সবাই।’
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ