ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মো ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) নতুন কর্মস্থলে যোগদান কালে কারো কাছ থেকে ফুল গ্রহন করেন নি। ভালো কাজ করলে বিদায়ের দিন কেউ ফুল দিলে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে জয় বাংলা শ্লোগানের মাধ্যমে নতুন ভিসিকে স্বাগত জানায়।
বুধবার বিকাল সাড়ে ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে কোনো ফুলের আয়োজন না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, চার বছর ভালো কাজ করে বিশ্ববিদ্যালয় ও বরিশালবাসী তার কাজে খুশি হলে বিদায়ের সময় কেউ ফুল দিতে চাইলে তখন গ্রহণ করবেন তিনি।
তিনি বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে কাজ করার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছেন:
১) শূন্য পদ দ্রুত পূরন করে সমস্যার নিরসন।
২) অতি দ্রুত অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সাথে সমন্বয় করে দ্রুতই ভর্তি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ ।
৩( শিক্ষা ও গবেষনাকে অগ্রাধিকার দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বৃদ্ধি করা।
৪) সহশিক্ষা কার্যক্রমের উপর আলাদা গুরুত্বারোপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ও শিক্ষার্থীদের মানোন্নয়ন ।
৫) সেশন জট নিরসনে কার্যকর ভূমিকা গ্রহন।
৬) সকল কার্যক্রমে বরিশাল বাসীর সহযোগিতা কামনা এবং নিজের শক্তি হিসেবে ছাত্র-ছাত্রীদের এবং সহযোগী শক্তি হিসেবে সাংবাদিকদের সর্বাত্মক সহোযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য: গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ৬ মাস পর নতুন ভিসিকে নিয়োগ করা হয়।
সময় জার্নাল/ মাহমুদুল হাসান তমাল
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ