নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল তিনটায় বসুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবু নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মহরমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ