জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের জন্য ‘দ্য প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ পুরস্কার’ পেলেন বাংলাদেশি সাংবাদিক এ জেড এম আনাস।
এশিয়ান রিপোর্টারদের মধ্যে এ বছরে তিনিই একমাত্র সাংবাদিক হিসেবে এই পুরস্কার পেলেন। ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে এ জেড এম আনাসের হাতে পুরস্কার হিসেবে স্বর্ণপদক তুলে দেয় দ্য ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন (ইউএনসিএ)। এ বছর তিনটি ক্যাটাগরিতে ব্লুমবার্গ, আল–জাজিরা ও পিবিএস আউয়ারের সাংবাদিকসহ মোট ১০ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সরকারি, করপোরেট, মিডিয়া, বিনোদন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অর্থনৈতিক সম্পাদক হিসেবে কর্মরত আছেন পুরস্কারজয়ী সাংবাদিক আনাস।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ