এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। কাকডাঙ্গা এলাকায় ঢাকামুখী রাজীব পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছে। নিহতরা বাসের যাত্রী। তাদের মধ্যে তিন জন নারী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাইরুল আনাম আরও জানান, দুর্ঘটনার পর বাস চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এখনো কোন মৃত ব্যক্তির নাম ঠিকানা শনাক্ত করা যায়নি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ