বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এ বছরের মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটে। সেসময় স্বাগতিক দর্শকরা নিরাপত্তা বেষ্টনী (ফেন্স) টপকিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছিল। এ কারণে বাফুফেকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
তবে এটুকুতেই পার পায়নি বাফুফে। কোচদের হাজিরা খাতায় ঠিকমতো সই না থাকায় আরও ১৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফলে মোট ২৮ হাজার ডলার জরিমানা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
বুধবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা আসার ব্যাপারেও কথা বলেন তিনি।
মুর্শেদী বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে বাফুফে। মুজিববর্ষের মধ্যেই আনা হবে ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি দুইদিন থাকবেন বাংলাদেশে।’
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ