নিউজ ডেস্ক: কুষ্টিয়া বাসের ধাক্কায় জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আলী মোল্লা নিহত হয়েছেন। ইউপি সচিব মো. মহিউদ্দিন শেখ এতথ্য নিশ্চিত করেছেন
শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ইউসুফ আলী মোল্লা সদর উপজেলার বেলঘরিয়া চরপাড়া এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে। তিনি স্থানীয় জিয়ারখী ইউনিয়ন পরিষদে একটানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইউপি সচিব মো. মহিউদ্দিন শেখ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফ আলী মোল্লা মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ