বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “নোভেল ওরাল এন্টিকোয়াগুলান্ট (Novel Oral Anticoagulant-NO AC)” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এতে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক। কী নোট স্পিকার ছিলেন ডা. গোলাম মোস্তফা।
প্যানেল এক্সপার্ট ছিলেন স্বনামধন্য বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মোঃ সফিউদ্দিন, অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা.এমএ মুকিত।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ