হিলি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন, বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডার শ্রী জাগদিস প্রসাদ এর হাতে মিষ্টি তুলে দিয়ে উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি ও বিএসএফ’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বলেন, মহান বিজয় দিবসের আনন্দকে ভাগাভাগি করে নিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
সুবেদার আলতাব আরোও বলেন, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরের মধ্যে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরোও সুদৃঢ় হবে বলে তিনি জানিয়েছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ