জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত খ্রিষ্টান শিক্ষার্থীদের উদ্যোগে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আগামী বছর থেকে এ অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সভাপতিত্বে ও খ্রিস্টান ধর্মালম্বী শিক্ষকদের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ে এ ধর্মীয় অনুষ্ঠানটি প্রথমবারের মতো পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেছেন, প্রত্যেক ধর্মেই ঘোর মৌলবাদি মানুষ আছে যারা সমাজের জন্য হুমকির। এদের ফলে বিশ্বে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ধরণের লোক থেকে দূরে থাকতে হবে ও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন কাজী সাইফুদ্দীন, আইন অনুষদের ডিন খ্রিষ্টিন রিচার্ডসন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, নাট্যকলা অনুষদের প্রভাষক ক্যাথরিন পিউরিফিকেশন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান শেষে যীশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ।
প্রসঙ্গত, প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পালন করা । এরই ধারাবাহিকতায় পূর্বপ্রস্তুতি হিসেবে বড় দিনের আগে প্রাক-বড়দিন হিসেবে একটি অনুষ্ঠান করা করা হয়
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ