কবি নজরুল কলেজ প্রতিনিধ: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ গুলোর চলতি (২০১৯-২০) শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কলম ও খাবার পানীয় বিতরণ করেছে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত কয়েকটি দলে ভাগ হয়ে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানি ও কলম সরবরাহ ও অভিভাবকদের বসার ব্যবস্থা করেছেন।
ভর্তি পরীক্ষার্থীদের মাঝে সহায়তার সময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজের সাবেক ( সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি) বি এম নাজমুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম পাভেল, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির হিমু, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টিটব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিএম নাজমুল ইসলাম বলেন,ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যৎ ও থাকবে।
আমরা ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাধ্যমতো সহায়তা করছি।পরীক্ষার্থীদের তথ্য সরবরাহ, সুপেয় পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
সময় জার্নাল/ ফারহান
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ