ঢাবি প্রতিনিধি: ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের তৎপরতায় মহসিন হল থেকে বিপুল পরিমানের দেশিয় অস্ত্র উদ্ধার করে হল কর্তৃপক্ষ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে মহসিন হলের ছাদ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১০টি রামদা, ২টা ছোরা ও ২টি স্টিলের পাইপ উদ্ধার করেছে।
মহসিন হল প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, সকালে হলের ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব দেশীয় অস্ত্র দেখতে পেয়ে হল প্রশাসনকে অবহিত করলে আমারা সাথে সাথে গিয়ে অভিযান করে এসব অস্ত্র পাই।পরবর্তিতে আইন প্রশাসনের হাতে অস্ত্র গুলো তুলে দেই। তবে কে বা কারা এসব ফেলে গেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ