নিউজ ডেস্ক: মালিবাগে পুলিশের গাড়ির ওপর বোমা হামলার পর তদন্তে পুলিশ মাঠে নামতে না নামতেই আবারও দায় স্বীকার করল আইএস।
রবিবার (২৬ মে) রাতে পুলিশের গাড়িতে ওই বিস্ফোরণে বোমার স্প্লিন্টারের আঘাতে পুলিশের নারী এএসআই রাশেদা বেগম ও একজন রিকশাচালকসহ ৩ জন আহত হন। এ ঘটনায় পুলিশের গাড়ির পেছনের অংশ বিধ্বস্ত হয়েছে।
ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারি করে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।
টুইটারে সাইট ইনটেল গ্রুপের অ্যাকাউন্ট থেকে এ দায় স্বীকারের কথা জানিয়ে টুইট করা হয়েছে।
IS Claims Bombing Bangladeshi Police Vehicle in Dhaka https://t.co/kpjKrl9vKC
— SITE Intel Group (@siteintelgroup) May 26, 2019
এর আগে গত ২৯ এপ্রিল ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশের আহত হওয়ার ঘটনাটিও কথিত ইসলামিক স্টেট গ্রুপ দায় স্বীকার করেছিল।
পুলিশ তখন আইএসের দাবির বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছিল।
ওই ঘটনার পর মালিবাগে গত রাতে আবারও পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটল।
মতিঝিল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলি নোমান জানান, মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ির কাছে রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
”তখন কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক বিভাগের একজন নারী এএসআই পায়ে এবং একজন রিকশাচালক মাথায় আঘাত পান। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ সময় পুলিশের ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে কাছের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপণের সরঞ্জাম এনে আগুন নেভানো হয়।
যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার কার্যালয় (এসবি) প্রধান কার্যালয়।
সজা/এমআই
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ