দিনাজপুর প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন কালে দিনাজপুর -৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
আজ সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা কাঞ্চিয়ার ঘাট সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেতে এসে এসব বলেন।
পুজামন্ডপ পরিদর্শন কালে আবুল হাসান মাহামুদ আলী এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যার যার আনন্দ-উৎসব, সে সে ভোগ করবেন এবং অন্যকেও সে আনন্দের ভাগ দিবেন। এমপি এসময় আরও বলেন, উৎসব পালন করতে গিয়ে যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে।
এবারে চিরিরবন্দর উপজেলায় ১২ টি ইউনিয়নে মোট ১৪৩ টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং মঙ্গলবার সকালে দশমী পালন ও প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সনাতন ধর্মের এই বৃহত্তম উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।
এসময় পুজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী , চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ, সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস,অমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দীন সরকার সহ আরও অনেকে।
সময় জার্নাল/ মোঃ শরিফুজ্জামান
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ