সময় জার্নাল ডেস্ক: মাগুরায় এক মাদকাসক্ত মায়ের হাতে নিজ কন্যা মাহী খুন হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আদর্শ কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা সুফিয়া খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত মাহী লক্ষ্মী কান্দর গ্রামের মনু মিয়ার মেয়ে।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সুফিয়া খাতুন মাদকসেবী ও দেহ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিছুদিন আগে তার স্বামী মনু মিয়া তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে স্বামীর সঙ্গে সুফিয়া খাতুনের দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরেই শিশুকন্যা মাহীকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
তিনি আরও জানান, হত্যার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিজ সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সুফিয়া খাতুন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সময় জার্নাল / সালেহ
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ