ধর্ষণ
পুরুষ বলেই হায়না কুকুর যদি হতে হয়,
পুরুষত্বই হয়ে যাক মোদের থেকে লয়,
যদি রাস্তাঘাটে মা বোনেরা চলতে নাহি পারে,
পুরুষত্ব ধ্বংস করবো ধরে গণহারে।
ধর্ষক কেন বেঁচে যায় মরে আমার বোন,
নরক দেশে করছি বাস আমরা জনগণ।
চাইনা আর এই গ্রহতে করতে বসবাস,
মরার আগে ধর্ষকের গলায় দিবো ফাঁস।
পতিতালয় তোদের জন্য আছে হাজার খোলা,
তবু কেন ধর্ষিত আজ আমার বোন অবলা!
তোদের ভয়ে আমার মা বোন যদি বন্দি হতে হয়,
মানুষ হয়ে এমন কিছু মেনে নেওয়ার নয়।
ফাঁসিকাষ্ঠে ঝুলাতে হবে ধর্ষকদের ধরে,
এমন সাহস কেউ যেন আর দেখাতে না পারে।
শিয়াল কুকুর ছিঁড়ে খাবে ধর্ষকের দেহ,
দৃষ্টান্ত দেখে ধর্ষণের চিন্তা করবেনা আর কেহ।
মুজিব তোমার দেশে যেন ওদের বিচার হয়,
এমন অপরাধ কখনই ক্ষমার যোগ্য নয়।
পাকসেনাদের মতই যদি নিজের জাতি করে,
ধ্বংস হবে স্বাধীনতা খুব অচিরে।
মিজানুর রহমান সিনহা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ