মনের মহীন্দ্র
বিধাতা তোমায় বসুধার বুকে বানিয়েছে বিধুর মত করে,
ওগো সীমন্তিনী তোমার সোনালী মনের সঙ্গী বানাবেকি মোরে?
চৌদিকে পুষ্প কাননে সাজাবো আমি তোমার হিয়ার ঘরে,
মুগ্ধ মধুর মলয়ের গন্ধে সর্বদা তোমায় পুলকিত রাখবো করে।
তোমার মনের রাজ্যে মহীন্দ্র করে রাখো আমায় সারা জনম ধরে,
দিবানিশি মধুকরের মত মজে রবো তোমাতে যেওনা কখনো সরে।
চলো স্বর্গীয় সুখে নির্বাসিত হই ধরণী থেকে দূর বহু দূরে,
সুখের মার্গ করবো রচন, শুনবো তোমার মধুর বচন, হাটবো একই সুরে।
হবেকি মোর চলার সঙ্গী, বলার ভঙ্গী, সারা জনমের তরে,
সুখের কৌমদী করবে আলো; অনন্তকাল মোদের রঙ্গনময় ঘরে।
কনকের ন্যায় বর্ণ তোমার লাভণ্যময় শ্রী বিলিয়ে দিবেকি মোরে?
তোমার মুক্তা ঝরানো জলমলে হাসি কুড়িয়ে নিবো মনের ঘরে।
আমায় বুকের মাঝে জড়িয়ে নেওনা মিষ্টি মধুর সুরে,
আর কত রবো একা, দেওনা মোরে দেখা, থেকোনাগো দূরে।
দিনমান করি ধ্যান তোমায় নিয়ে নিরবে বসে চুপ্টি করে,
যে করেই হোক তোমার মনের কারাগারে শিকল দিয়ে বেঁধে রেখো মোরে।
মিজানুর রহমান সিনহা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ