ময়মনসিংহ প্রতিনিধি: ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাকহানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর মুক্ত ময়মনসিংহ জেলা সদরে তৎকালীন ঢালু যুবশিবির প্রধান সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ও মিত্র বাহিনীর তৎকালীন ব্রিগেডিয়ার সনৎ শিং বাবাজীর নেতৃত্বে মিত্র বাহিনীর সম্মিলিত দল বিজয় পতাকা উড়িয়ে প্রবেশ করেন ।
ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শহরের ছোট বাজার মুক্তমঞ্চে ৭ দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ছোটবাজার মুক্তিযোদ্ধা স্মরনীতে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিজয় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৭ দিনব্যাপী আয়েজিত মুক্তমঞ্চ ও র্যালি উদ্বোধেন করেন যুদ্ধকালীন ঢালু যুবশিবির প্রধান-সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতান মনি, বিভাগীয় কমিশনার খোন্দকার মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রব, আনোয়ার হোসেন, সেলিম সাজ্জাদসহ মুক্তিযোদ্ধারা, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ