রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্তকরণ করা হয়েছে।
কুড়িগ্রামের যাত্রাপুর হাট এলাকা থেকে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এবং এসএম রাহাতুল ইসলাম রাহাত-এর নেতৃত্বে রোববার (জানুয়ারি) রাতে মোবাইল কোর্টের মাধ্যমে রফিকুল ইসলাম (৪০) নামের এক জনকে ৪টি পরিযায়ী পাখিসহ গ্রেফতার করা হয়।
সোমবার সকালে তাকে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ৫দিনের জেল দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সুলতানা সরোবরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা-এর নেতৃত্বে আটককৃত পরিযায়ী পাখিগুলো অবমুক্তকরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা বলেন, অতিথি পাখিরা বাইরে থেকে স্বাধীরভাবে বাঁচতে আমাদের দেশে আসে এগুলো সংরক্ষণের দায়িত্ব আমাদের। এবং আমরা যারা বাড়িতে খাচায় বিভিন্ন পাখি পুশছি সেটিও অবমুক্ত করার কথা বলে সচেতন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সময় জার্নাল/আরইউটি/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ