সময় জার্নাল প্রতিবেদক: ৪৫ থেকে ৫০ বছরের বেশি বয়সী নারীদের অন্যতম প্রধান শারীরিক সমস্যা হলো মেনোপজ। এ সময়ে শরীরে বাড়তি মেদ জমে যাওয়া, হজমের ব্যাঘাত হওয়া, মাথার চুল পড়ে যাওয়াসহ ঘুমের ব্যাঘাত হওয়া খুব স্বাভাবিক। এ সময়ে মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক নারীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
শুক্রবার রাজধানী ঢাকার একটি হোটেলে নারীদেরকে এই সমস্যা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটস’ এর উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফাহমিদা মারিয়ামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. সুরাইয়া বেগম। অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সেলিনা আকতার।
কর্মশালায় নারীদের অন্যতম শারীরিক সমস্যা মেনোপজের নানা সমস্যা এবং সমস্যা সমাধানের কথা তুলে ধরেন বক্তারা।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ