টি আই তারেক : রস-গুড়ের ঐতিহ্যের খেজুর গাছ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যশোরে।
বাংলাদেশ বন পরিবেশ ও খেজুর গাছ বাঁচাও আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোর ও ঝিনাইদহ জেলার পরিবেশবাদীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খেজুরের রস ও গুড় বৃহত্তর যশোর অঞ্চলের ঐতিহ্য রয়েছে। দিনে দিনে খেজুর গাছ ও রস আহরণকারী গাছির সংখ্যা কমে যাচ্ছে। ফলে সেই ঐতিহ্য বিলিনের পথে। তাই খেজুর রস ও গুড় পেতে খেজুর গাছ রক্ষার বিকল্প নাই। একইসাথে ভেজাল গুড় বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ও জরিমানার ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক গোপীকান্ত সরকার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তপু, সচেতন নাগরিক কমিটি যশোরের উপদেষ্টা ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ