নিউজ ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে যারা মারা গেছে তাদের বিষয়ে খোঁজ নিতে পরিবার পক্ষথেকে এখন পোর্যন্ত কেউ খোজ নিতে আসেনি।
মামলার বিষয়ে তিনি বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ