সময় জার্নাল ডেস্ক: রংপুরে খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- গাইবান্ধার সাদুল্ল্যাপুরের ইদিলপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সাবিহা (৩) ও একই জেলার সুন্দরগঞ্জের পূর্ব বাছহাটা গ্রামের বাবর আলীর ছেলে আলম মিয়া (৩৫)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ এতথ্য নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/আরইউটি
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ