নিউজ ডেস্ক: রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডি সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী।
জিআরপি পুলিশ জানায়, সকালে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে একজন নারী ও পুরুষ রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
ঢাকা রেল্ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উর হোসেন বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ