স্পোর্টস ডেস্ক: আসন্ন ভারত সফর উপলক্ষ্যে টি-টোয়েন্টি জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে এবং টেস্টের জন্য ওমুমিনুল হককে অধিনায়ক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারত সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি।
টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় দলে আছেন তাইজুল। আবু হায়দার রনি থাকছেন। মোহাম্মদ মিঠুন সুযোগ পেয়েছেন তামিম ইকবালের জায়গায়।
টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন।
টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ