নিউজ ডেস্ক: রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০-১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী। চার শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর বলে জানা গেছে।
নিহত শিশুরা হলো- রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯), ফারজানা (৬) ও অজ্ঞাত (৭)।
রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ