লক্ষ্মীপুর প্রতিনিধি: সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে লক্ষ্মীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
বুধবার (৬ নাভেম্বর) সকালে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্ঘটনা বা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক কৌশল সবাইকে জানতে হবে। সেই জন্য সচেনতা বৃদ্ধি খুবই জরুরী। সেই সাথে দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি ও প্রশিক্ষন জানার কোন বিকল্প নেই।
আলোচনা শেষে অগ্নি নির্বাপক সাজ-সরঞ্জামাদি ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শণ করা হয়।
সময় জার্নাল/ মো: ইউসুফ
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ