গোপালগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যেগে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল উৎসবের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসবটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলগত সঙ্গীত, জাতীয় সঙ্গীত রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ের উপর এই প্রতিযোগীতা চলে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান বিজয় ফুল উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. এ মোর্শেদ, কৃষি অফিসার মিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমজাদ হোসেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুন মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোমবার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন্ প্রতিযোগীতার গ্রুপে যে সকল শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছিল তারাই এতে অংশ গ্রহণ করার সুযোগ পায়।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ