শীতের দাপট পুরো জানুয়ারি মাস থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ আভাস দিয়ে অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে। ঢাকায় বৃহস্পতিবার সকাল থেকে সূর্য কিরণ ছড়ালেও শীতের তীব্রতায় প্রভাব ফেলতে পারেনি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ