সাউথ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।
নেপালের পোখারাতে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯১ রানের স্বল্প পুঁজি করতে পারেন সালমারা। জয়ের জন্য মাত্র ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকাও সুবিধা করতে পারেনি। বাংলাদেশকে জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। নাহিদাদের বোলিং তোপে শুরুতেই ৪ উইকেট হারায় তারা। পরবর্তীতে ছোট ছোট জুটি গড়লেও উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। লঙ্কানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয়।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেন করতে নেমে আয়েশা ফিরেন মাত্র ২ রানে। তারপর মুর্শিদা ১৪ ও সানজিদা ১৫ রান করলে ফিরলে বিপাকে পরে বাংলাদেশ। এর পর আর দাড়াতে পারেনি ফারজানা ও রিতু মনি। দুইজনে ফিরেন (০) রানে।
পরবর্তীতে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন ধীর গতির ব্যাটিং করে তুলে ৩০ রান। ফাহিমা ফিরেন ১৫ রানে। তারপরে জাহানারা আলম ক্রিজে আসলেও ফিরেন ২ রানে। শেষ দিকে নিগার সুলতানার অপরাজিত ২৯ রানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে বাংলাদেশ নারী দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজ তুল কুবরা, রিতু মনি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ