সুনামগঞ্জ প্রতিনিধি: বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি রোধক নীতিমালা অনুযায়ী সঠিক সময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ নামে একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর সমন্বয়কারী মিসবাহ উদ্দিন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, জেলার বিভিন্ন উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ অব্যাহত আছে। গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন করার কথা থাকলেও তা হয়নি। ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিছু বাঁধে কাজ শুরু না হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি দেখে আমরা সন্ধিহান ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে কিনা।
সর্বদলীয় সম্প্রতি উদ্যোগ সুনামগঞ্জ এর উপদেষ্টা ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্টিত সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টি সভাপতি নজির উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মহরম আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপি সহ সভাপতি জিয়াউর রহীম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের সভাপতি শেখ এটিএম আজরফ, বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ জাতীয় পার্টি সভাপতি হারুন মিয়া, তাহিরপুর উপজেলা সুজনের সভাপতি সাইদুল কিবরিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছত্তার প্রমূখ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ