নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় বাবা মহির উদ্দীন (৬৫) ও মা আয়না বেগমকে (৫৫) গলাকেটে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দম্পতির ছেলে ঘাতক মিলন (২৫) পালানোর চেষ্টাকালে স্থানীয়রা ধরে তাকে পুলিশে সোপর্দ করেছে। বাবা-মায়ের কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসীর ধারনা।
প্রতিবেশী ও পুলিশ জানায়, মো. মহির উদ্দীনের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে মহির উদ্দীন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা এই দম্পতির বড় ছেলে মিলনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাঁরা তাঁর পিছু নেন। তাড়া করে দুপুর একটার দিকে গ্রাম থেকে অনেকটা পথ দূরে উপজেলার রাজাপুর-বর্ণি মাঠে তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে দেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান বলেন, ‘আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে মিলনের ঝগড়া হয়। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা-বাবাকে হত্যা করেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ